০৭ | জি.আরচাল/ ক্যাশ/ গৃহনির্মাণ বাবদ মঞ্জুরী। | ১.প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ, দূঃস্থ ব্যক্তি/ পরিবারকে তাৎক্ষনিক সাহায্য হিসেবে প্রদান। ২.প্রাকৃতিক দূর্যোগে, লঞ্চ, নৌকা, যানবাহন, কেমিকেল, অগ্নিকান্ড, বজ্রপাত, সাপে কাঁটা ইত্যাদী দূর্ঘটনায় আহতদের এবং নিহত পরিবারকে। ৩.এতিমখানা, লিল্লাহ বোর্ডিং, অনাথ আশ্রম, ইসালেছাওয়াব, ওরশ মাহফিল, নাময জ্ঞঅনুষ্ঠান, কঠিনচিবরদান, হরিসভা ইত্যাদী ধর্মীয় অনুষ্ঠানে আগতদের আহার্য হিসেবে। | সংশ্লিষ্ট মুহুর্তে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা প্রশাসকের কার্যালয়। | বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে নির্দেশনা ও নীতিমালা অনুযায়ী সংশিস্নষ্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক খাদ্যশষ্য বিতরণ নিশ্চিত করা হয়। বিতরণকালে ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপস্থিত থাকেন। | প্রয়োজনীয় মুহুর্তে। | |
০৮ | ঢেউটিন | ১.ঘূর্ণিঝড়/ অগ্নিকান্ড/ বন্যা/ নদীভাঙ্গন/ জলোচ্ছাস/ ভুমিকম্প ইত্যাদি বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ এবং সম্পূর্নভাবে ধবংসপ্রাপ্ত বাসগৃহ/ স্ব-নির্মিত দোকানের/ ওয়ার্কশপের/ সামাজিক প্রতিষ্ঠান মেরামতের জন্য। | সংশ্লিষ্ট মুহুর্তে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা প্রশাসকের কার্যালয়। | বিশেষ সময়ের জন্য সুবিধা ভোগী নির্বাচনের পর বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে নির্দেশনা ও নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটি কর্তৃক ঢেউটিন বিতরণ নিশ্চিত করা হয়। বিতরণকালে ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপস্থিত থাকেন। | প্রয়োজনীয় মুহুর্তে। | |
০৯ | গ্রামীণ রাস্তায় ছোটছোট (১২ মিটার পর্যন্ত) সেতু/ কালভার্ট নির্মাণ প্রকল্প। | গ্রামীণ এলাকার সাধারণ জনগণের যাতায়াতের জন্য গুরম্নত্বপূর্ন রাস্তাগুলোর গ্যাপ সংযোগের নিমিত্ত সেতু/ কালভার্ট নির্মাণ। | সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ কার্যালয়। | প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ পাওয়ার পর পরিপত্রের নির্দেশনা অনুযায়ী পিপিআর অনুসরণকরতঃ প্রকল্প বাসত্মবায়ন করা। | এপ্রিল মাস। | |
১০ | বন্যা/ সাইক্লোনশেল্টার সেন্টার নির্মাণ। | দূর্যোগ প্রবন, উপকুলীয় অঞ্চল ইত্যাদি এলাকায় দূর্যোগকালীন মুহুর্তে আশ্রয় গ্রহন করা এবং সাধারণ সময়ে স্কুল ভবন হিসেবে ব্যবহার ও রক্ষনাবেক্ষন করা। | সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ কার্যালয়। | প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ পাওয়ার পর পরিপত্রের নির্দেশনা অনুযায়ী পিপিআর অনুসরণকরতঃ প্রকল্প বাসত্মবায়ন করা। | এপ্রিল মাস। | |
১২ | উপজেলা এবং ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে প্রশিক্ষন প্রদান। | ১.ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি। ২.উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি। ৩.বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষার্থী/ অভিবাবক/ এসএমসি’র সদস্যদের/ গ্রামীন ঝুঁকিপূর্ন জনসাধারণ। | সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ কার্যালয় ও উপজেলার দায়িত্বপ্রাপ্ত এনজিও। | দূর্যোগ পূর্ব যথাযথ প্রস্তুতিগ্রহন, দূর্যোগকালীন সফলতার সাথে মোকাবেলা এবং দূর্যোগ পরবর্তী পূনর্বাসন ও পূনর্গঠন। | সারাবছর/ প্রয়োজনীয় মুহুর্তে। | |